img

শামার স্প্রিঙ্গার আর রোমারিও শেফার্ড বিশ্বরেকর্ডই গড়ে বসেছেন। তবে এরপরও তাদের এই কীর্তির শেষটা হলো বিয়োগাত্মকভাবে। নিউজিল্যান্ডের কাছে যে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

নেলসনে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক নাটকীয় লড়াইয়ের পরও জিততে পারেনি উইন্ডিজ। আজ শনিবার নয় রানের জয় নিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.৩ ওভারে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। 

কিন্তু এরপরই শুরু হয় শামার স্প্রিংগার ও রোমারিও শেফার্ডের অবিশ্বাস্য লড়াই। এই জুটি মাত্র ৩৯ বলে যোগ করেন ৭৮ রান। টেস্ট খেলুড়ে দলগুলোর ভেতরে নবম উইকেটে এর চেয়ে বেশি রানের জুটির রেকর্ড নেই আর কোনো দলের।

তবে তারা শেষটা ভালো করতে পারেননি মোটে। জেমস নিসামের ১৮তম ওভারে ১৯ রান নেন তারা। তাতে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৪ রান। এরপর শেফার্ড জ্যাকব ডাফিকে লং অনের উপর দিয়ে ১০৩ মিটার ছক্কা মারেন। তখন মনে হচ্ছিল, অঘটন ঘটতে যাচ্ছে।

কিন্তু ডাফিই শেষ পর্যন্ত বদলে দেন ম্যাচের মোড়। ১৯তম ওভারের শেষ বলে দুর্দান্ত ক্যাচে ফেরান স্প্রিংগারকে, যিনি ২০ বলে ৩৯ রান করেছিলেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। কাইল জেমিসন বল হাতে নেন, এবং আগের ম্যাচের মতো এবারও দারুণভাবে দায়িত্ব পালন করেন। তিনি শেফার্ডকে (৩৩ রান) আউট করে ওয়েস্ট ইন্ডিজের আশা শেষ করে দেন। শেষ পর্যন্ত ৯ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ১৭৭ রান তোলে। ডেভন কনওয়ে ৩৪ বলে ৫৬ রান করেন, ড্যারিল মিচেল খেলেন ২৪ বলে ৪১ রানের ইনিংস। তিনটি রানআউট ও জেসন হোল্ডার ও ম্যাথিউ ফোর্ডের দুটি করে উইকেটে বড় সংগ্রহ পায়নি স্বাগতিকরা। ইশ সোধি আর জ্যাকব ডাফির বোলিংয়ে ভর করে এরপর রুদ্ধশ্বাস এক জয় পায় দলটা।

এই বিভাগের আরও খবর