img

বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে একটি মৌসুমি নিম্নচাপ অবস্থান করছে, যার বিস্তার উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। তবে কিছু স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৯ মিনিটে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ