img

আসন্ন বিপিএল আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচটি দলই শুরু করে দিয়েছে নিজেদের প্রস্তুতি। এরই মধ্যে বিগত আসরগুলোর অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সও দল গঠনে ব্যস্ত সময় পার করছে। এবারও তারা তারকায় ঠাসা দল গঠনের ইঙ্গিত দিয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গত আসরে তিনি মাঠে নেমেছিলেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। এবার তাকে দলে ভিড়িয়ে রংপুর আবারও তাদের শক্তি বাড়িয়েছে।

এছাড়া আগের মতোই দলটির নেতৃত্বে থাকবেন নুরুল হাসান সোহান। কোচিং প্যানেলে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার এবং ব্যাটিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল।

অন্যদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাম্প্রতিক সভায় পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। রাজশাহী পেয়েছে নাবিল গ্রুপ, সিলেটের মালিক হয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ