img

শিগগিরই ফুটবল থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বলেছেন, ফুটবল ছাড়ার পর তিনি আর এই খেলায় থাকবেন না। বরং পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং নিজের অন্য শখগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান।

পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘শিগগিরই অবসর নেব। কিন্তু আমি প্রস্তুত। এটা কঠিন হবে, হ্যাঁ, হয়তো আমি কাঁদবও। এটা খুব, খুব কঠিন হবে। তবে আমি ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকেই আমার ভবিষ্যৎ ভেবে রেখেছি। তাই আমি মনে করি, এই চাপ সামলাতে পারব।’

৪০ বছর বয়সী রোনালদো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ২৩ বছর আগে পর্তুগালের স্পোর্টিং সিপি ক্লাবে। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবে খেলছেন, যেখানে তার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি এই বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলতে চান।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বলেন, ‘ফুটবলে গোল করার যে উত্তেজনা, তার সঙ্গে কিছুই তুলনা হয় না। কিন্তু আমার অন্য কিছুতে আগ্রহ আছে। অবসরের পর আমি নিজের জন্য সময় রাখতে চাই, পরিবারের সঙ্গে থাকতে চাই, সন্তানদের বড় করতে চাই। আমি চাই আরও বেশি পারিবারিক মানুষ হতে।’

রোনালদোর পাঁচ সন্তান রয়েছে, তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে। তাদের বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র বর্তমানে আল নাসরের যুব দলে খেলছে এবং পর্তুগালের অনূর্ধ্ব বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করেছে।

রোনালদো আরও জানান, ফুটবলের বাইরে তার ব্যবসা ও আগ্রহের দুনিয়াও অনেক বড়। ৩৯ বছর বয়সে বিলিয়নিয়ার হওয়ার লক্ষ্য পূরণ করেছেন তিনি। তার ইউটিউব চ্যানেলে ৭৭ মিলিয়ন সাবস্ক্রাইবার, আছে বিশাল সম্পত্তি ও তার ব্র্যান্ড ‘সিআর৭’-এর অধীনে বিভিন্ন পণ্য যেমন অন্তর্বাস ও আফটারশেভ।

তিনি বর্তমানে ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর গ্লোবাল অ্যাম্বাসেডর, যা অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। রোনালদো বলেন, ‘আমি ইউএফসি দেখতে ভালোবাসি, প্যাডেল খেলতেও ভালো লাগে। আমি আমার কোম্পানিগুলো সম্পর্কে আরও জানতে চাই। আমি কখনো ইউটিউবার হব না, তবে সেগুলোর সঙ্গে যুক্ত থাকতে চাই। ফুটবল খেলতে গিয়ে আমি সবসময় সঠিকভাবে পারফর্ম করার চেষ্টা করেছি। এখন আমি নতুন ও মজার কিছু করতে চাই।’

এই বিভাগের আরও খবর