img

সংগ্রামী নেতা যার আদর্শ নীতি উপলব্ধি করি জনাব হাবিব উন নবী খান সোহেল ভাই। তিনি শুধু একজন নেতা নন, তিনি বিএনপির সংগ্রামী আত্মার প্রতিচ্ছবি। ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব, আর পরে ঢাকা মহানগরের দায়িত্ব পালন

করে সংগঠনের প্রতিটি ধাপে তিনি যে শ্রম, যে ভালোবাসা, যে ত্যাগের অগ্নিপথ অতিক্রম করেছেন, তা আজও দলের ইতিহাসে সোনালী অধ্যায় হয়ে আছে।

বিএনপির সবচেয়ে রেকর্ড মামলা, দমন-পীড়ন, কারাবাস আর নির্যাতনের অন্ধকার গলিপথ পেরিয়ে তিনি প্রতিবার ফিরে এসেছেন রাজপথে, দলের পতাকা হাতে। তার নিঃশব্দ ত্যাগ আর অদম্য সাহস বিএনপির প্রতিটি কর্মীর হৃদয়ে আশার প্রদীপ জ্বেলে দিয়েছে।গল্পে পড়েছি হ্যাঁমি লনের বাঁশিওয়ালা,বিএনপি'র আমার দেখা বাস্তব হ্যাঁ মিলনের বাঁশিওয়ালা সোহেল ভাই।

কিন্তু দুঃখজনকভাবে, অনেক সময়ই যারা তার এই অবদান থেকে সবচেয়ে বেশি শক্তি নিয়েছে, তারাই তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। তবুও সোহেল ভাই থেমে যাননি। তিনি প্রমাণ করেছেন দল মানে ক্ষমতা নয়, দল মানে ত্যাগ, দল মানে আত্মত্যাগের মহাকাব্য।

আজকের দিনে সোহেল ভাই আমাদের কাছে শুধু এক নেতা নন তিনি এক প্রেরণা, যিনি বারবার মনে করিয়ে দেন: সত্যিকারের রাজনীতি হলো ত্যাগের নাম, সংগ্রামের নাম, ভালোবাসার নাম।ভাইকে লাখো কোটি শ্রদ্ধা সালাম।

এই বিভাগের আরও খবর