img

তিনি যেন সব্যসাচী নির্মাতা। রোমান্টিক থেকে শুরু করে ড্রামা, থ্রিলার সব ধরনের জনরাতেই নিজের জাত চিনিয়েছেন। সেই ধারাবাহিকতায় আবারও রোমান্টিক গল্পে নতুন ওয়েব ফিল্ম নিয়ে আসছেন শিহাব শাহীন। 

ইতিমধ্যেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘তোমার জন্য মন’ ওয়েব ফিল্মের মোশন পোস্টার, ট্রেলার।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। 

 

মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প বলবে ওয়েব ফিল্মটি। এটি একটি ফিল গুড কনটেন্ট।

নির্মাতা জানান, তিনি যে রকম গল্প বলতে চেয়েছেন সেখানে এমন একটা জুটি প্রয়োজন ছিল যাদের মধ্যে কাজ নিয়ে ও কাজের বাইরে একরকম বোঝাপড়া আছে।

তেমন অনস্ক্রিন জুটি খুঁজতে গিয়ে শিহাব শাহীন নির্বাচন করেছেন ইয়াশ রোহান ও তটিনীকে। 

 

শিহাব শাহীন বলেন, “আমাদের কিছু প্রবাদ আছে, ‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়’, ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’, এই গল্পের মধ্যে এই ভাবনা বা দর্শনগুলো আছে। অনেক সময় মানুষের নাম অনেক বড় হয়ে আমাদের সামনে আসে, কিন্তু মানুষ তার কাজেই সবচেয়ে বড় হয়। এই আইডিয়াটা নিয়েই গল্প আবর্তিত হয়েছে।

দর্শকদের উদ্দেশ্যে তার ভাষ্য, এটার শুটিং হয়েছে যশোরে। নতুন একটা লোকেশন, এখানে নতুন ইমেজ পাওয়া যাবে। তবে এমন না যে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে। নতুন কিছু করার জন্যই আমাদের এ চেষ্টা। কক্সবাজারেও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ণ।

 

ফিল্মটিতে পিউ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তটিনীকে। চরিত্রটি নিয়ে তার ভাষ্য, পিউ একটু সিদ্ধান্তহীনতায় ভোগা আবেগপ্রবণ মেয়ে। একটি ঘটনা তার আত্মোপলব্ধি ঘটায় এবং জীবনের কিছু বিষয় ঠিক করে দেয়। 

তটিনী বলেন, গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম তো হলোই না বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো কাজটি করার জন্য এবং আমি শিহাব ভাইকে সঙ্গে সঙ্গেই জানাই যে আমি কাজটি করতে চাই। শুধু তাই না, শিহাব ভাইয়ের পরিচালনায় এটা আমার দ্বিতীয় কাজ হওয়ার কারণে জানি তার সঙ্গে কাজ করাটাও একটা শিক্ষা। 

জানা গেছে, ওয়েব ফিল্মটি আগামী ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর) মুক্তি পাবে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মে। 

‘তোমার জন্য মন’-এর গল্প, চিত্রনাট্য সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। ইয়াশ-তটিনী ছাড়া আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

এই বিভাগের আরও খবর