img

‘দিল রুবা’ নাটকে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করে দুরেফিশান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। বিলাল আব্বাস খানের সঙ্গে ‘ইশ্‌ক মুরশিদ’ নাটকে ‘শিব্রা শাহমীর’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন পাকিস্তানি এই অভিনেত্রী। 

এর মধ্যেই সোশ্যালে গুঞ্জন, বিলাল আব্বাস খানের সঙ্গে প্রেম করছেন দুরেফিশান

উঠে বিয়ে গুঞ্জনও। সেই গুঞ্জনের আবহেই অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যায়, দুরেফিশান সেলিম জানিয়েছেন যে তিনি কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না। 

প্রেমিকের বিষয়ে আপনার ভাবনা কী? সাক্ষাৎকারে উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে দুরেফিশান বলেন, ‘আমি কখনো কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াব না।

প্রেম না করে সরাসরি বিয়ে করব।’ 

 

বলা দরকার, সর্বশেষ দুরেফিশানকে দেখা গেছে ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে।

এই বিভাগের আরও খবর