img

জাতীয় নির্বাচনের আগে দেশে গণভোট না হলে সেই নির্বাচন মূল্যহীন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। গণভোট আগে হতে হবে, না হলে এই নির্বাচন মূল্যহীন হবে। এর কোনো দুই পয়সার মূল্য নেই।

আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না।’

 

যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে স্থানীয় সময় গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘শুধু ভোটার বানালেই হবে না, তাঁদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন যুদ্ধ চালিয়ে যেতে হবে।

সমাজের প্রতিটি স্তরে দুর্নীতিবাজরা বসে আছে, যার কারণে সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। এই দুর্নীতিকে যদি গলা টিপে ধরা না যায়, সমাজ টিকবে না। গ্রামে মানুষ ভোটার হতে গিয়ে নানারকম বিড়ম্বনার শিকার হচ্ছেন। ইউটিলিটি বিল, বাড়ির কাগজ, বার্থ সার্টিফিকেট—এমন কাগজপত্র দেখাতে বলা হচ্ছে, যা অনেকের পক্ষে সম্ভব নয়।

জন্ম নিবন্ধন করতে গেলেও ঘুষ দিতে হয়। এই দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’

 

জামায়াত আমির বলেন, ‘সমাজে দুর্নীতি এতটাই ছড়িয়ে গেছে যে একসময় কোনো জায়গায় ঘুষখোর অফিসার এলেই মানুষ চিনত। এখন উল্টো অবস্থা। এখন যদি কোনো সৎ অফিসার আসে, সবাই অবাক হয়।

সমাজ এমন অবস্থায় পৌঁছেছে যে দুর্নীতি এখন নিত্যদিনের অংশ হয়ে গেছে, এটা জাতির জন্য লজ্জাজনক।

 

ন্যায়বিচার প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া সমাজ টিকে থাকতে পারে না। আমাদের শিক্ষা, প্রশাসন, বিচারব্যবস্থায় দিন দিন অন্যায় বাড়ছে। সুবিচার পাওয়া এখন কঠিন। আমরা সমাজে ন্যায়বিচার কায়েম করতে চাই। এটি আমাদের অন্যতম অঙ্গীকার। কেউ অপরাধ করলে সে যেই হোক, বিচার পেতে হবে এটাই ইসলামী ন্যায়ের মূলনীতি।’

প্রবাসীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘আমরা প্রবাসী ভাইদের আমাদের উন্নয়নের অংশ এবং কলিজার টুকরা মনে করি। আপনাদের সবচেয়ে বড় অধিকার হলো ভোটের অধিকার। ভোটের অধিকার মানে শক্তি। এটা হাতে থাকলে অনেক অধিকার পাওয়া যায়, না থাকলে সবাই শুধু নেয়, দেয় না। তাই আপনারা ভোটার হন, ভোট দিন এটাই জাতির শক্তি।’

ভোটার নিবন্ধনের সময় বাড়ানো জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সরকার ও নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যেন অন্তত ১৫ দিন সময় বাড়ানো হয়। নভেম্বরের প্রথম ১৫ দিন যদি সময় দেওয়া হয়, তাহলে আরো অনেকে ভোটার হতে পারবেন। এবার শতভাগ না হলেও ইনশাআল্লাহ আগামীবার তা শতভাগ হবে।’

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনসূচি ঘোষণার আগে ইশতেহার প্রকাশ করব না। সময়মতো তা ঘোষণা করা হবে। আমাদের ম্যানিফেস্টোতে যতটুকু বাস্তবসম্মত, ততটুকুই বলব। জাতিকে কখনো মিথ্যা আশ্বাস দেব না।

এই বিভাগের আরও খবর