img

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা করতে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর জন্য আগামী মঙ্গলবার বিকেল ৩টায় সময় নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে বসবে এই সভা।

হাইকোর্ট বিভাগের প্রশাসন ও বিচার শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. আসিফ ইকবালের দেওয়া বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

গত ৩০ অক্টোবর এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।

 

মূলত ফুলকোর্ট সভা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিজস্ব একটি ফোরাম। এই সভায় বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়, প্রশাসনিক সিদ্ধান্ত, অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতি, কোর্টের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিধি-বিধান এবং অন্যান্য জরুরি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। প্রধান বিচারপতি এই সভার সভাপতিত্ব করেন

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ফুলকোর্ট সভার আলোচ্যসূচিতে আগামী বছরের বর্ষপঞ্জি, জ্যেষ্ঠ সহকারী জজ, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতির বিষয় রয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ (রবিবার) আপিল বিভাগের দ্বিতীয় চেম্বার আদালতে শুনানি হবে না। গত ৩০ অক্টোবর জনস্বার্থে তিনি এই বিজ্ঞপ্তি দেন। এতে বলা হয়েছে, বিচারপতি ফারাহ মাহবুব অনিবার্য কারণে আজ (রবিবার) চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন না।

এই বিভাগের আরও খবর