এভারেস্টে টানা তুষারপাত-বর্ষণ, আটকা পড়ল ১৫০০ পর্যটক
টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলের লুকলা বিমানবন্দরে কয়েক শ পর্যটক আটকা পড়েছেন। বৈরি আবহাওয়া মাউন্ট এভারেস্ট ও আশেপাশের চূড়াগুলিতে বিমান চলাচল অনিরাপদ করে তুলেছে।
নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলা কর্মকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে সমস্ত ফ্লাইট বন্ধ রয়েছে। এভারেস্ট বেস ক্যাম্পের ট্রেকিং শেষে লুকলায় ফিরেছেন অনেক পর্যটক এখন কাঠমান্ডু ফেরার ফ্লাইট নিশ্চিত করতে পারছেন না।
পর্যটন মৌসুমে সাধারণত প্রতিদিন কয়েক ডজন ফ্লাইট এখানে চলে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। লুকলা ও নিকটবর্তী নামচে বাজারের হোটেলগুলো ইতিমধ্যেই পূর্ণ বুকিংয়ে রয়েছে, যেখানে আটকা পড়া পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
এয়ারলাইন্সের কর্মকর্তা অমৃত মাগার জানিয়েছেন, ফ্লাইট বাতিলের কারণে প্রায় ১,৫০০ পর্যটক এখন লুকলায় আটকা রয়েছেন। দেশটির আবহাওয়া দপ্তর বিভাগ সতর্ক করে জানিয়েছে, ভারী বৃষ্টি ও তুষারপাত চলবে এবং শিগগিরই পরিস্থিতির উন্নতি আশা করা যাচ্ছে না।
আগামী দিনগুলোতে কোশি প্রদেশসহ অন্যান্য পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

