| 02 November, 2025
ক্যারিবিয়ান অঞ্চলে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
ক্যারিবিয়ান সাগরে আরেকটি সন্দেহভাজন ‘মাদক বহনকারী’ নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববারের (২ নভেম্বর) হামলাসহ এ নিয়ে গত সেপ্টেম্বর থেকে চলমান মাদকবিরোধী অভিযানে ১৩ বার অঞ্চলটিতে হামলা চালালো মার্কিন বাহিনী।
সবশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানটি অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।’
এই অভিযানে কোনো মার্কিন বাহিনীর ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী পিট হেগসেথ।

