img

বুট জোড়া তুলে রাখার আগে ছেলের সঙ্গে পর্তুগাল জাতীয় দলে খেলতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সি পর্তুগিজ মহাতারকার স্বপ্নপূরণ হওয়া বাস্তবে কঠিন। 

তবে চ্যালেঞ্জ নিয়ে বাবার স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন রোনালদোর ১৫ বছর বয়সি বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। অনূর্ধ্ব-১৫ দলের পর বৃহস্পতিবার রাতে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হলো তার।

তুরস্কে ফেডারেশন্স কাপের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল। যোগ করা সময়ে বদলি হিসাবে অভিষেক হয় রোনালদো-তনয়ের। অভিষেকে প্রতিভার ঝলক দেখানোর পর্যাপ্ত সময় ও সুযোগ না পেলেও বিজয়ী হিসাবে মাঠ ছাড়তে পেরে খুশি ক্রিশ্চিয়ানো জুনিয়র। 

ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে তাকে আরও বেশি সময় খেলানোর প্রতিশ্রুতি দিয়েছেন কোচ। পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলেও এভাবে অভিষেকের পর ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের জাত চিনিয়েছিলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ক্লাব ফুটবলে বাবার দল আল নাসরের একাডেমির হয়ে খেলে এই ফরোয়ার্ড।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ