img

পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার বাংলাদেশ সফরকালে তাকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক উপহার নিয়ে ভারতে তোলপাড় পড়ে গেছে। দেশটিতে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের কথিত ‘বিকৃত’ মানচিত্র। 

‘পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস’—এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতের কিছু গণমাধ্যম। 

সে বিষয়ে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী সম্প্রতি এ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধানের বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা একটি গ্রাফিতির বুকলেট উপহার দেন, যেখানে এক চিত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ যুক্ত ছিল বাংলাদেশের মানচিত্রে। তিনি প্রশ্ন করেন, এই ধরনের বিকৃত মানচিত্র সংবলিত গ্রাফিতি, যা কূটনৈতিক প্রোটোকলের অন্তর্ভুক্ত, এমন কাজকে কি ভারত সমর্থন করে?’ 

এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘আমরা জেনেছি যে, আর্ট অফ ট্রায়াম্ফ নামের ওই বই জুলাই ২০২৪ সালের ঘটনা নিয়ে বানানো, সেখানে কিছু গ্রাফিতি আছে। আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে এর একটা ব্যাখ্যাও চলে এসেছে।’

তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফেসবুকের অফিশিয়াল ফ্যাক্ট চেক পেজে দেওয়া এক বিবৃতির দিকে। সেখানে বলা হয়, ‘ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে দাবি করেছে যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি বিকৃত মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত।’ 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ‘প্রকৃতপক্ষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা রঙিন ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ বইটি উপহার দিয়েছেন পাকিস্তানের জেনারেলকে।’ বইটিতে কোনো বিকৃত মানচিত্র নেই বলেও জানানো হয়।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ