‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কেউ থামিয়ে রাখতে পারবে না’
-1761992301.png)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ থামিয়ে রাখতে পারবে না, ইনশাল্লাহ। দেশের শতভাগ মানুষ নির্বাচন চায়। দেশ একটা জায়গায় থেমে আছে। সবাই দমবন্ধ অবস্থায় রয়েছেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মির্জাপুর পৌর শাখার উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব বলেন, সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা ১৮ বছর অনেক কষ্ট করেছেন। আমাদের নেত্রী সুস্থ অবস্থায় জেলে গেছেন, অসুস্থ হয়ে বের হয়েছেন। আমাদের নেত্রী ছয় বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আমাদের ভাই কোকো মারা গেছেন, আমাদের নেতা তারেক রহমান তার কবরে একমুঠো মাটি দিতে পারেন নাই। আমাদের হাজার হাজার নেতা গুম হয়েছেন, মামলা খেয়েছেন। ঘরে থাকতে পারেন নাই। ইলিয়াস আলীসহ আমাদের যেসব নেতাকর্মী গুম ও খুন হয়েছেন, তাদের ঋণ আমাদের শোধ করতে হবে। তাদের ঋণ শোধ করতে হলে এই দলকে কেউ ভাগ করতে পারবে না। এটা তারেক রহমানের নির্দেশ।
তিনি বলেন, ধানের শীষ যার, আমরা তার। সারা বাংলাদেশে এই ধানের শীষ যার হাতে থাকবে আমরা তার হয়ে কাজ করব। এই অঙ্গীকার তারেক রহমানের কাছে আমরা ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যার্শীরা করেছি বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান যাকে যেখানে মনোনয়ন দেবেন, সে সেখানে নির্বাচন করবেন। মনোনয়নের বিষয়ে বলেন, আকাশে চাঁদ উঠলে সবাই যেমন দেখে, তেমনি মনোনয়ন যাকে দেওয়া হবে সবাই তার কথা জানতে পারবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সাইদ সোহরাব বলেন, আমরা দল ও ধানের শীষের পক্ষে থাকব। আগামী দিনে টাঙ্গাইলের আটটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানের গলায় জয়ের মালা তুলে দেব। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ এবং রাজপথে থাকার আহ্বান জানান এই নেতা।
মির্জাপুর পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠুর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি, সাবেক ভিপি হযরত আলী মিঞা, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন দিপু, জাহাঙ্গীর আলম খান, ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শামীম উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার হাসান লিটন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ সিকদার, আরিফুজ্জামন শাহীন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম খান উত্থান, পৌর কৃষক দলের সভাপতি মান্নান খান মান্না, উপজেলা প্রজন্ম দলের সভাপতি রেজাউল করিম রয়েল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইমরান শেখ প্রমুখ।