img

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ‘বিগ বস’-এর সঞ্চালনা করছেন প্রায় এক দশক ধরে। যদিও গত দুই বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে তাকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। এরপর থেকে তার চলাফেরায় বিধিনিষেধ রয়েছে। কিন্তু সেসব বিধিনিষেধ উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছেন 'বিগ বস'-এর শুটিং। আর এই সঞ্চালনা করতে গিয়েও তিনি চড়া পারিশ্রমিক নিয়ে থাকেন। বিনোদন জগতের অন্যতম দামি সঞ্চালক হিসাবে গণ্য করা হয় ভাইজানকে। কেউ কেউ মনে করেন ‘বিগ বস’ সঞ্চালনায় সত্যিই কি সালমান ১৫০ কোটি রুপি নেন? 

‘বিগবস’ নিয়ে দর্শকদের উত্তেজনা থাকে তুঙ্গে। বিশেষ করে সপ্তাহান্তে বকুনি দিতে হাজির হন সালমান খান। সেই পর্বগুলোর টিআরপি বৃদ্ধি পায় হু হু করে। তবে ভাইজানের অনুপস্থিতিতে বাইরে থেকে আসেন সঞ্চালকরা। যেমন পরিচালক করণ জোহর ও কোরিওগ্রাফার ফারহা খানের মতো প্রযোজকরা আসেন সালমানের অনুপস্থিতিতে; কিন্তু তারা সেভাবে জমিয়ে তুলতে পারেন না। 

এবারের ১৯তম সিজনে ১৫টি সপ্তাহের সঞ্চালনা করবেন অভিনেতা সালমান খান। প্রতি সপ্তাহের জন্য ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন তিনি। সর্বসাকল্যে প্রায় ১৫০ কোটি হিসাব দাঁড়ায়। এ বিষয়ে অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেইগি বলেন, এই চুক্তিটা হয় মূলত সালমানের সঙ্গে জিও-হটস্টারের। সেখানে আমি মন্তব্য করার কেউ না। উনি সপ্তাহের শেষ মুখ দেখাচ্ছেন, আমি তাতেই খুশি। 

অন্যদিকে সালমান খান বলেন, তার আর 'বিগ বস' সঞ্চালনা ভালো লাগে না। শরীর আর সায় দেয় না, মন ভালো থাকে না। কিন্তু তাও কাজ চালিয়ে যেতে হয়। সেটি থামিয়ে দিলে চলবে না।

এই বিভাগের আরও খবর