ভারত ম্যাচের ক্যাম্প শুরু আজ, হামজা আসবেন কবে?
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ ১৮ নভেম্বর। এর আগে ১৩ নভেম্বর নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ। এ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ। তবে দলের প্রাণভোমরা হামজা চৌধুরী এখনই আসছেন না। তিনি আসবেন তার ক্লাব দায়িত্ব শেষ করে তবেই।
৯ নভেম্বর ঢাকায় আসবেন হামজা চৌধুরী। বুধবার জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ‘ইংলিশ লিগে ৮ নভেম্বর হামজার দল লেস্টার সিটির ম্যাচ নরউইচ সিটির বিপক্ষে। ওই ম্যাচ খেলে দেশের উদ্দেশে রওয়ানা হবেন হামজা।’
হংকং চায়না ম্যাচে খেলা ফুটবলারদের নিয়েই কাজ করবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। যদিও তিনি এখন নিজ দেশে রয়েছেন। তবে শিগগিরই ঢাকায় আসবেন বলে জানান জাতীয় দলের ম্যানেজার।
এএফসি বাছাইয়ে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন ফাহামিদুল ইসলাম। তাকে ভারতের ম্যাচে পাওয়া যাবে না। তবে প্রীতি ম্যাচে খেলতে পারবেন ইতালির ফোর্থ টায়ারের ক্লাব অলবিয়া এফসির এই ফরোয়ার্ড।
শমিত সোম খেলবেন কি না, তা পরিষ্কার নয়। কানাডা প্রিমিয়ার লিগে শমিতের দল কাভারলি এফসি ৩ নভেম্বর ম্যাচ খেলবে। নভেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক বিরতির আগে সেটিই শমিতদের শেষ ম্যাচ। এরপর তিনি বাংলাদেশে আসতে পারবেন।

