img

টেস্ট ক্রিকেটের শতবর্ষী রীতি বদলে যাচ্ছে। যুগ যুগ ধরে সাদা পোশাকের অভিজাত ফরম্যাটের চিরাচরিত নিয়ম ভেঙে এবার ভিন্ন কিছু দেখা যাবে। 

টেস্ট ক্রিকেটে প্রথম সেশন শেষে লাঞ্চ, দ্বিতীয় সেশন শেষে চা বিরতির নিয়ম ছিল। এবার টেস্টে সেই রীতিতে আসছে পরিবর্তন। লাঞ্চের আগেই হবে চা বিরতি।

দুই টেস্টের সিরিজ খেলতে নভেম্বরে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজেই নতুন নিয়ম চালু হবে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র জানিয়েছে, ‘আগে চা বিরতি দেওয়ার কারণ হলো গৌহাটিতে সূর্যাস্ত তাড়াতাড়ি হয় এবং সুর্যোদয়ও আগেভাগে হয়। এই প্রথমবারের মতো আমরা চা বিরতির সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, এতে কিছু সময় বাঁচানো যাবে, যেন ম্যাচে অতিরিক্ত সময় পাওয়া যায়।’

স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হবে টেস্ট ম্যাচ। ২ ঘণ্টা খেলার পর ১১টা থেকে ২০ মিনিট চলবে চা বিরতি। এরপর দুই ঘণ্টা চলবে দ্বিতীয় সেশনের খেলা। তারপর ৪০ মিনিটের লাঞ্চ বিরতি নেবে দুই দল। দুপুর ২টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে তৃতীয় এবং দিনের শেষ সেশনের খেলা।

সাধারণত ভারতে টেস্ট ম্যাচগুলো সকাল সাড়ে ৯টায় শুরু হয়। ২ ঘণ্টা খেলার পর ৪০ মিনিটের লাঞ্চ বিরতি শেষে দ্বিতীয় সেশন পুনরায় শুরু হয় ১২টা ১০ মিনিটে। এরপর ২০ মিনিটের চা-বিরতি চলে দুপুর ২টা ১০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত। এরপর তৃতীয় সেশন চলে আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। প্রয়োজনে ৯০ ওভার পূর্ণ করার জন্য ৩০ মিনিট বাড়তি সময় দিতে পারেন ম্যাচ অফিশিয়ালরা।

এই বিভাগের আরও খবর