সবার আগে দেশের স্বার্থ ও গণতন্ত্র: ডা.জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যে ঐক্যের মাধ্যমে এই দেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে ও আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে, সেই ঐক্যে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। সবাইকে মনে রাখতে হবে, সবার আগে দেশের স্বার্থ ও গণতন্ত্র।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, সেটি আলোচনার মাধ্যমে সমাধান টানতে হবে।
তিনি বলেন, নির্বাচন বিলম্বসহ সব ষড়যন্ত্র দেশের মানুষ প্রতিহত করবে। এই বাংলাদেশের মানুষকে কোনো ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।
জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ প্রতিটি উপজেলার যুবদলের আহ্বায়ক ও নেতারা।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ১৩ উপজেলার যুবদলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।

