সিঁধ কেটে ঘরে ঢুকে অটোচালককে খুন
 
 
								
							পটুয়াখালীতে গভীর রাতে ঘরে ঢুকে দুর্বৃত্তের এলাপাতাড়ি ছুরিকাঘাতে মোশারফ খান (৪২) নামে এক অটোচালক খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ খান ওই গ্রামের বয়াতী বাড়ির হালিম খানের ছেলে।
এ হত্যাকাণ্ডের পর পুলিশ তদন্তে নেমেছে এবং ঘটনাস্থলের পাশ থেকে তিন জোড়া স্যান্ডেল ও রক্তমাখা জামা উদ্ধার করেছে।
নিহতের পিতা হালিম খান জানায়, প্রায় দেড় বছর আগে তার ছেলে মোশারফ গ্রামে জমির মধ্যে নির্জন এলাকায় নতুন বাড়ি করে স্ত্রী শাহানাজ বেগম ও নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মালা আক্তার কলিকে নিয়ে পৃথক বসবাস করছে। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁধ কেটে দুর্বৃত্তরা মোশারফের ঘরে প্রবেশ করে। ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল মোশারফ এবং ঘরের ভেতরে তার স্ত্রী ও কন্যা ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘরে মানুষের উপস্থিতি টের পেয়ে স্ত্রী শাহানাজ ও মেয়ে কলি চিৎকার শুরু করে। দূর থেকে চিৎকারের শব্দ পেয়ে এলাকার লোকজন মোশারফের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। বিষয়টি দুর্বৃত্তরা টের পেয়ে সামনের দরজা দিয়ে পালাতে চেষ্টা করলে মোশারফ দুর্বৃত্তদের একজনকে জাপটে ধরে। এ সময় দুর্বৃত্তরা মোশারফকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করলে মোশারফ ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন এসে মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানায়, মোশারফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে নেওয়া হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্তে পুলিশ মাঠে নেমেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-1761827331.png)
-1761821403.jpg)
-1761821187.jpg)







-1660325247.jpg)
