img

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ অক্টোবর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো সূচকও বেড়েছে। পাশাপাশি সার্বিক লেনদেন ১০ কার্যদিবস পর ৫০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির। বিপরীতে কমেছে ১৫৩টির। আর ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৯৭টি, ‘বি’ ক্যাটাগরির ৪৯টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৬টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। গতকাল (মঙ্গলবার) সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৮৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ (বুধবার) ডিএসইতে গতকালের তুলনায় ৫২ কোটি ২৭ লাখ টাকা লেনদেন বেড়েছে। এদিন মোট ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত ১৪ অক্টোবরের পর সর্বোচ্চ। ওইদিন লেনদেন হয়েছিল ৬০৬ কোটি ৪৩ লাখ টাকা। এরপর টানা ১০ কার্যদিবস এক্সচেঞ্জটিতে ৫০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। এদিন অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়লেও এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণ অর্ধেকে নেমেছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ২৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৭ পয়েন্টে উঠেছে।

সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪টির দর বেড়েছে এবং কমেছে ৮১টির। আর ১৯টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল ৩৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

এই বিভাগের আরও খবর