img

হংকং সিক্সেস ২০২৫ আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিক্স-এ-সাইড ফরম্যাটের এই প্রতিযোগিতায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি। হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই  টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্ট ২০১২ সাল পর্যন্ত প্রায় নিয়মিত আয়োজিত হতো। মাঝে বিরতির পর ২০১৭ সালে আবারও মাঠে গড়ায়। এরপর হংকং সিক্সেস টুর্নামেন্টের আসর বসে ২০২৪ সালে। টানা দ্বিতীয় বছর আয়োজন হতে যাচ্ছে এবার। গত আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আসন্ন টুর্নামেন্টে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি বাংলাদেশের অধিনায়কত্ব করবেন। গত আসরের মতো এবারও দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি। একইভাবে আগ্রাসী ওপেনার জিসান আলম টানা দ্বিতীয় আসরে খেলবেন। গত আসরের ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রানের পাশাপামি ৬ উইকেট নিয়েছিলেন জিসান। এ ছাড়া সমান ম্যাচে ৩ উইকেট শিকার করা মোহাম্মদ সাইফউদ্দিনও স্কোয়াডে আছেন।

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে ৮০টি ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে নেওয়া হয়েছে হংকং সিক্সে-এ-সাইড টুর্নামেন্টটির জন্য। পাশাপাশি ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।

এই বিভাগের আরও খবর