মিয়ানমারের অসম্মতিতে আসছে না আফগানিস্তান, হামজাদের জন্য দল খুঁজছে বাফুফে
 
 
								
							আগামী ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে হোম ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। সেই ম্যাচের আগে ১৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলার কথা আফগানদের। সব কিছু চূড়ান্ত হওয়ার পরও সব কিছু ভেস্তে যাচ্ছে।
মিয়ানমার বাংলাদেশে এসে আফগানিস্তানের বিপক্ষে খেলতে অসম্মতি জানিয়েছে। এখান থেকেই মূলত বিপত্তির শুরু। মিয়ানমারের আপত্তির প্রেক্ষিতে আফগানিস্তান ও এশিয়ান ফুটবল কনফেডারেশন ভিন্ন ভেন্যুর সন্ধানে। মিয়ানমার কিছু কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলতে চায়নি বলে জানা গেছে।
১৮ নভেম্বর কিংস অ্যারেনায় আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ হবে এটি এএফসির ওয়েবসাইটেও রয়েছে। এএফসি অনুমোদনের পরও আবার সিদ্ধান্ত বদল নিয়ে প্রশ্ন উঠছে। এএফসির সিনিয়র সহ-সভাপতি পদে মিয়ানমারের একজন ফুটবল কর্মকর্তা রয়েছেন। তার প্রভাবেই কি এএফসি ভেন্যু পরিবর্তন করছে সেই আলোচনাও চলছে দেশের ফুটবলাঙ্গনে।
পাশাপাশি ফুটবল সংশ্লিষ্টরা এটাও বলছেন, বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এএফসি নির্বাহী সদস্য প্রায় এক দশক। আবাহনী, বসুন্ধরা কিংস এমনকি বাংলাদেশ জাতীয় দলও অনেক সময় এএফসি প্রতিযোগিতায় ভোগান্তির শিকার হয়। সে নিয়ে তিনি আদৌ প্রতিবাদ বা কোনো ভূমিকা রাখেন কি না।
মিয়ানমার বাংলাদেশে না আসলে আফগানিস্তানও আসবে না। ফলে ১৩ নভেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ হচ্ছে না। তাই বাফুফে এখন ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খুঁজছে। নেপালের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করছে বাফুফে। ১৮ নভেম্বর নেপালের হোম ম্যাচ হলেও ভেন্যু সংকটের জন্য অ্যাওয়ে দল মালয়েশিয়ার কুয়ালালামপুরেই তারা খেলবে। কুয়ালালামপুর যাওয়ার আগে তাদের ঢাকায় আনার চেষ্টা করছে ফেডারেশন।
১৮ নভেম্বর আফগানিস্তান-মিয়ানম্যার ম্যাচ ঢাকায় কিংস অ্যারেনায় হবে এটা বাফুফে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। দুই দেশের ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট, ফেসবুক পেজে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। মিয়ানমারের অস্বীকৃতিতে আফগানিস্তান ম্যাচ ঢাকায় হচ্ছে না এটাও দুই দেশের কেউ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত ম্যাচের দিন আরেকটি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন নিয়ে বাফুফে কর্মকর্তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।
উদ্ভূত এই সংকটে কেউ আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রদান করছে না। আফগানিস্তানের আগ্রহ, এএফসির অনুমোদনের পরও মিয়ানমারের আপত্তিতে এই সংকটে বাফুফের সেই অর্থে কোনো দায় নেই এরপরও ফেডারেশন কর্তারা এখন গণমাধ্যমের সামনে নিশ্চুপ। তবে অনানুষ্ঠানিকভাবে বাফুফের বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ঢাকায় আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ হচ্ছে না ফলে বাফুফে প্রীতি ম্যাচের জন্য বিকল্প দল খুঁজছে।











-1660325247.jpg)
