img

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পৃথক দুইটি মামলা দায়ের করেছে সাভার মডেল থানায়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সাভার মডেল থানায় সিটি ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন ও ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষে সহকারী প্রসাশনিক কর্মকর্তা মো. আফতাব উদ্দিন আহম্মেদ খান পৃথক দুইটি মামলা দায়ের করেন।

সাভার মডেল থানা সূত্র জানা যায়, রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হামলা, মারধর, হোস্টেলের সম্পদ ভাঙচুর, ছাত্রদের আটকে রেখে অস্ত্রের মুখে জোরপূর্বক বক্তব্য আদায়সহ বিভিন্ন অভিযোগে  অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অন্যদিকে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দুষ্কৃতি, রাহাজানি, ভাঙচুর, অগ্নিসংযোগ  ও চুরির অভিযোগ এনে ফাহাদ নামে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, দুইটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার জনকে আসামি এবং আরেক মামলায় আড়াইশ জনকে অজ্ঞাত উল্লেখ করে আসামি করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। 

উল্লেখ্য, রোববার (২৬ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে থুথু ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে মধ্যে রাতে ওই ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে প্রশাসনিক ভবন  ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে।

এই বিভাগের আরও খবর