বড় ব্যবধানে তাইজুলদের হারালেন জয়-রাব্বিরা
প্রত্যাশিত জয়েই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু করল চট্টগ্রাম বিভাগ। রাজশাহীকে ৪৮৩ রানের লক্ষ্য দেওয়ার সময়ই বোঝা গিয়েছিল জয় পেতে যাচ্ছে চট্টগ্রাম। শেষ দিনে সেটা নিশ্চিত করতে তাদের প্রয়োজন ছিল ৬ উইকেট।
চট্টগ্রামের হয়ে কাজটা দারুণভাবে করলেন দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসান।
তাদের ঘূর্ণিতে রাজশাহী ৩৭০ রানে অলআউট হয়। এতে ১১২ রানের বড় জয় পায় অধিনায়ক শাহাদাত হোসেন দীপুর দল।
রাজশাহীর হয়ে আজ ২৬৪ রানের সমীকরণ মেলাতে নেমেছিলেন তৃতীয় দিনের দুই অপরাজিত ব্যাটার প্রীতম কুমার ও এসএম মেহরব। দলীয় খাতায় আজ ১৮ রান যোগ করতেই তাদের পঞ্চম উইকেটের ১০৪ রানের জুটি যায় ভেঙে।
ব্যক্তিগত ৬০ রানে তাকে আউট করেন নাঈম।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী। তাতে ১৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন প্রীতম। নাঈমের বলে এলবিডব্লিউ হওয়ায় যে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া হয়নি তার।
৮৩ রানের ইনিংসটি সাজান ৮ চারের বিপরীতে ২ ছক্কায়। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে পরে পরাজয়ের ব্যবধান আরেকটু কমান সাতে নামা শাখির হোসেন। ৫২ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার। এ ছাড়া ৩০ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া মুরাদের বিপরীতে ২টি করে উইকেটে নিয়েছেন নাঈম ও আহমেদ শরীফ।
এর আগে মাহমুদুল হাসান জয় (৫১) ও ইয়াসির আলি রাব্বির (৯২) জোড়া ফিফটিতে দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ২৭৭ রানে ঘোষণা করে চট্টগ্রাম। দুই ব্যাটারই প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। রাব্বির ১২৯ রানের বিপরীতে জয় করেছিলেন ১২৭ রান। দুই ইনিংস মিলিয়ে ২২১ রান করে ম্যাচসেরা হয়েছেন রাব্বি। অপরদিকে রাজশাহী প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ১৯৬ রানে।

