img

রংপুরে জাতীয় পার্টি ছেড়ে শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে নগরীর গুপ্তপাড়ায় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ-সভাপতি দুদা মিয়া, আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাতীয় পার্টির অন্যান্য নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ারসহ শতাধিক কর্মী-সমর্থক।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, ‘আজ যারা বিএনপিতে যোগদান করেছেন, তারা দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তবে উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপিই জনগণের আসল প্রতিনিধিদল। এই নতুন কর্মীরাই আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

 

যোগদানকারীরা জানিয়েছেন, জাতীয় পার্টি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তারা বিএনপির পতাকায় এসেছেন। তারা বলেন, রংপুরে বিএনপির নেতৃত্ব জনগণের কাছে এখন অনেক কাছে এসেছে।

নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতারা তাদের সক্রিয়ভাবে সাংগঠনিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

মহানগর বিএনপি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থেকে আরো একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। রংপুরে জনগণের সঙ্গে সম্পৃক্ত আন্দোলনের রাজনীতিই নতুন গতি আনছে।

এই বিভাগের আরও খবর