img

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচ। সিরিজটির আলোচনার মাঝে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ দলের পরবর্তী টেস্ট অধিনায়ক প্রসঙ্গও। যেখানে ভালোভাবেই বিবেচনায় থাকা লিটন দাসকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয়েছে গতকাল চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে।

দলিটনের কথায় পরিষ্কার, টেস্ট অধিনায়কত্ব নিয়ে বেশ ইতিবাচক তিনি। তিন সংস্করণেই নেতৃত্বের স্বাদ এর মধ্যে পাওয়া হয়েছে লিটনের। তবে পূর্ণকালীন অধিনায়কত্ব করছেন শুধু টি-টোয়েন্টি সংস্করণে। টেস্টের নেতৃত্ব পেলে সেটিও লুফে নিতে চান এই উইকেটকিপার ব্যাটার, “খেলোয়াড় হিসেবে যখন আপনি খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব এটা অনেক বড় পাওয়া।

আমার মনে হয় না কেউ ‘না’ করবে (প্রস্তাব পেলে)। কিন্তু তাদের (বিসিবি) পক্ষ থেকে কোনো এখনো কিছু বলা হয়নি।”

 

লিটন আরো যোগ করেন, ‘এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তাঁরা যদি যোগ্য মনে করে, অবশ্যই আমার সঙ্গে আলোচনা করবেন।দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।’

 

যদিও জানা গেছে, লিটনের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছিলেন, তাঁরা ক্রমান্বয়ে কয়েকজনের সঙ্গে কথা বলবেন। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের আগে নতুন অধিনায়ক বেছে নেবে বিসিবি। তার আগে এই মুহূর্তে লিটনের ভাবনাজুড়ে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি।

এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন এশিয়া কাপের মাঝপথে চোটে পড়া লিটন। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলা হয়নি তাঁর।

ব্যক্তিগতভাবে এই সিরিজটি তাই লিটনের জন্য চ্যালেঞ্জের। এটি ছাড়া আরো একটি চ্যালেঞ্জ জিততে চান লিটন। সেটি হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চাপের সঙ্গে মানিয়ে নেওয়া। বিশ্বকাপের আগে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছয়টি ম্যাচ হাতে আছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে সমান তিনটি করে ম্যাচ। এই ছয় ম্যাচে লিটনের চাওয়া, ‘সত্যি কথা বলতে আমি দুটি সিরিজে চাই আমাদের খেলোয়াড়রা যেন খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এই ছয়টা ম্যাচে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। পিছিয়ে থাকার মানে ম্যাচে না, চ্যালেঞ্জের কথা বলছি। আমি চাই যে বোলাররা যখন বল করবে, তারা যেন চাপের মধ্যে থাকে। যে জিনিসগুলো ভবিষ্যতে আমাদের অনেকটাই সাহায্য করবে।’

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি সংস্করণে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। টানা চারটি দ্বিপক্ষীয় সিরিজ জয় এসেছে লিটনের হাত ধরে। আরেকটি সিরিজের আগেও ইতিবাচক ভাবনার কথাই শোনালেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা সত্যি যে আমরা ভালো ক্রিকেট খেলছি। এর মধ্যে বড় ব্যাপার হচ্ছে, আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি।’

এই বিভাগের আরও খবর