ট্রাম্প ও কিমের মধ্যে শিগগিরই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই : দ. কোরিয়া
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একজন নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, তার ধারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শিগগিরই কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। আজ সোমবার তিনি এ কথা বলেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি কার্যালয়ের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-পরিচালক ওহ হিউন জু সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্পের এশিয়া সফরের সময় দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়ে গণমাধ্যমে জল্পনা-কল্পনা সত্ত্বেও, তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।’
এদিকে ট্রাম্প বলেছেন, তিনি কিমের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত।
এই সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরের সময়, ট্রাম্প এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা অনুষ্ঠানের ফাঁকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউংয়ের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রস্তুত।
আগস্টে তাদের প্রথম শীর্ষ সম্মেলন কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর, জুলাই মাসে ট্রাম্পের সঙ্গে সম্পাদিত একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে ওয়াশিংটন এবং সিউল।
চলতি মাসে তিন দফা বাণিজ্য আলোচনার পর দক্ষিণ কোরিয়ার আলোচকরা ইঙ্গিত দিয়েছেন, মতপার্থক্য কমাতে কিছু অগ্রগতি সত্ত্বেও চুক্তিতে অন্তর্ভুক্ত ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজের বিশদ বিবরণ নিয়ে দুই দেশ এখননো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ওহ বলেছেন, এই সপ্তাহে লি-ট্রাম্পের বৈঠকে কোনো চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নেই।
এর আগে, বিশ্বের দুই ক্ষমতাধর নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি চিনপিংয়ের মধ্যে বৈঠক নিশ্চিত হবার পরপরই, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে ট্রাম্পের আবারও দেখা হবার সম্ভাবনা তৈরি হয়।

