তারেক রহমান জনগণের বন্ধু : রশিদুজ্জামান মিল্লাত
বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি হলেন জনগণের বন্ধু। সব শ্রেণি-পেশার মানুষ যেন তাঁকে বন্ধুর মতো কাছে পায় সেজন্য দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর অফিস তৈরি করা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই নয়াপল্টনে অফিস সাজানো হচ্ছে। গতকাল তিনি দলীয় কার্যালয়ের প্রস্তুতি সম্পর্কে এক্তহা জানান
তিনি আরো বলেন, দলীয় কার্যালয়টির লজিস্টিক, নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ খুব দ্রুত হচ্ছে। এর অংশ হিসেবে সভাকক্ষ, মিডিয়া সেন্টার ও সাংগঠনিক দপ্তরে আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে পর্যবেক্ষণ ক্যামেরা ও প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা। কন্দ্রীয় কার্যালয়কে আরও সংগঠিত ও আধুনিক করা হচ্ছে, যাতে কেন্দ্র থেকে মাঠপর্যায়ের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রম পরিচালনা আরও কার্যকর হয়
সেই সঙ্গে সাধারণ জনগণ যেন সহজে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারে সে ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান মিল্লাত।

