img

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৩৩ জন।

সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অন্যান্য ঘটনায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে ১ হাজার ৫১৫ জন হয়েছেন। পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ সদরদপ্তর।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ