বিসিবি নির্বাচন আজ

বহু নাটকীয়তা ও আইনি জটিলতা পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
নির্বাচন তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার মধ্যেই ঘোষণা করা হবে পরিচালক পদে বিজয়ী প্রার্থীদের নাম। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। আর রাত ৯টার মধ্যেই জানা যাবে নতুন বিসিবি সভাপতির নাম। এবারও সবচেয়ে বেশি আলোচনায় আছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।
ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ): এই ক্যাটাগরিতে ৭১ জন কাউন্সিলর ভোট দেবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ১০ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন প্রার্থী।
ক্যাটাগরি–২ (ক্লাব): এই বিভাগ থেকে ৭৬ জন কাউন্সিলর ভোট দেবেন ১২ পরিচালক বেছে নিতে। এখানে মনোনয়ন জমা দিয়েছেন ১৬ জন প্রার্থী।
ক্যাটাগরি–৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা): এই ক্যাটাগরির ভোট দেবেন ৪৫ জন কাউন্সিলর। একজন পরিচালক নির্বাচিত হবেন এই বিভাগ থেকে। এখানে মুখোমুখি হচ্ছেন দেশের দুই পরিচিত ক্রিকেট ব্যক্তিত্ব, দেবব্রত পাল ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
সব মিলিয়ে উত্তেজনা এখন তুঙ্গে বিসিবি নির্বাচন ঘিরে।