টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবে ভিয়েতনামে মৃত ১১, নিখোঁজ ২০

ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এই খবর জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ঝড়ের তাণ্ডবে ভবনের ছাদ ভেঙে পড়েছে এবং বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা উপড়ে পড়েছে।
সোমবার ভোরে উত্তর নিন বিন প্রদেশে টাইফুন-সম্পর্কিত ঘূর্ণিঝড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছে এবং স্থানীয় ও জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, হুয়ে ও থান হোয়া প্রদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে।
প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন বলে তারা জানিয়েছেন।
এর আগে দেশটি জানিয়েছিল, রবিবার টাইফুন বুয়ালোই দেশের ইস্পাত উৎপাদনকারী কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানার পর উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের মতে, এই ঝড়টি - এই বছর ভিয়েতনামে আঘাত হানা দশম ঝড়। রাত ১০টার পরে স্থলভাগে আঘাত হানে ঝড়টি।
যার গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল প্রতি ঘণ্টা)।
ভিয়েতনামের দুর্যোগ ও বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, নিন বিন থেকে কোয়াং নাগাই পর্যন্ত প্রদেশ এবং শহরগুলি থেকে ২৮ হাজার ৫০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে এবং আরো চারজন নিখোঁজ রয়েছেন। ইস্পাত উৎপাদনের মূল কেন্দ্র হিসেবে পরিচিত হা তিনের ১৫ হাজারের বেশি বাসিন্দাকে স্কুল এবং চিকিৎসা কেন্দ্রগুলিতে স্থানান্তরের জন্য নির্ধারিত করা হয়ে।
প্রায় ১ লাখ ১৭ হাজার সামরিক কর্মীকে একত্রিত করা হয়েছে।
চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং টাইফুনের পথে থাকা সমস্ত মাছ ধরার নৌকাগুলোকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বিশ্ব উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়গুলো আরো শক্তিশালী হয়ে উঠছে।
কৃষি মন্ত্রণালয়ের মতে, ভিয়েতনামে ২০২৫ সালের প্রথম সাত মাসে প্রাকৃতিক দুর্যোগে ১০০ জনেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন। গত সেপ্টেম্বরে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগির ফলে ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।
সূত্র : এএফপি