বিশ্বকাপ শেষে ক্রিকেটে বিরতি নিতে চান জ্যোতি

ক্রিকেট থেকে দূরে থাকার ইঙ্গিত দিলেন নিগার সুলতানা জ্যোতি। তবে একেবারে ব্যাট-প্যাড তুলে রাখার নয়, সাময়িক কিছুদিন দূরে থাকার। সেটিও আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয়, ঘরোয়ায়।
ওয়ানডে বিশ্বকাপ শেষে ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আজ এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন জ্যোতি। আগামীকাল দেশ ছাড়ার আগে আজ মিরপুরে ফটোসেশন শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমার ব্রেকটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে নয়। শুধু নারীদের এনসিএল খেলব না। নিজেকে ফিট রাখতেই এই চিন্তা।
আমার জায়গায় অন্য কেউ খেলুক এনসিএল, এটাই চাই। কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকব, বিশ্বকাপ থেকে ফিরে।’
টানা খেলার ধকল থেকে নিজেকে ফিট রাখতেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। ২৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘প্রায় গত ৬ মাস ধরে টানা ক্রিকেট খেলছি।
তাই আমার কাছে মনে হচ্ছে, এখন ক্রিকেটারদের উচিত বুঝে বুঝে খেলা, ওয়ার্কলোড ঠিক রেখে খেলা। কতটুকু খেললে আমি পরবর্তীতে আন্তর্জাতিক সিরিজে এভেইলেবল থাকতে পারব বা ভালো পারফরম্যান্স দিতে পারব।’
ওয়াকলোর্ড চিন্তা করে খেললে জাতীয় দলে সেরাটা দেওয়া সহজ হবে বলে জানান জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এ জন্যই সিদ্ধান্তটা নেওয়া। কারণ আমাদের প্রধান দায়িত্ব তো জাতীয় দলের জন্য খেলা।
ওই জায়গার জন্য যদি নিজেকে ফিট রাখতে না পারি, তাহলে সেটা দলের জন্য অনেক ক্ষতিকর হবে।’
আগামীকাল বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বেন জ্যোতি। দ্বিতীয়বারের মতো মেয়েদের বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। ৮ দলের আইসিসির টুর্নামেন্টটি শুরু আগামী ৩০ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত-শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান।