img

দুবাইয়ের অন্যতম আইকনিক আকর্ষণ দুবাই ফাউন্টেন আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে আবারও চালু হতে যাচ্ছে। পাঁচ মাস ধরে চলা ব্যাপক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম শেষে এটি পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছে ইমারাত আল ইউম। খবর গালফ নিউজের।

ল্যান্ডমার্কটির নির্মাতা প্রতিষ্ঠান এমার চলতি বছরের মে মাসে ফাউন্টেনটি অস্থায়ীভাবে বন্ধ করে দেয়।

এ সময়ে এর পূর্ণাঙ্গ সংস্কার করা হয় এবং যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি, উন্নত কোরিওগ্রাফি, আধুনিক সাউন্ড ও লাইটিং সিস্টেম, যা দর্শকদের আরো চিত্তাকর্ষক করে তুলবে।

 

ডাউনটাউন দুবাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত এই ফাউন্টেনটি শুরু থেকেই বিশ্বজুড়ে লাখো দর্শনার্থীকে মুগ্ধ করেছে। পানির ফোয়ারার সঙ্গে সমন্বিত সংগীত ও আলোর অনন্য প্রদর্শনী শুধু বিনোদন নয়, বরং দুবাইয়ের সাংস্কৃতিক প্রাণবন্ততার এক প্রতীক হয়ে উঠেছে।

নতুন এই সংস্কার ও উন্নয়ন কাজগুলো নিশ্চিত করবে যে দুবাই ফাউন্টেন আগামীতেও দর্শকদের জন্য দারুণ অভিজ্ঞতা তৈরি করতে পারবে।

একই সঙ্গে এটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বিনোদন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে এবং দুবাইকে বিশ্বমানের বিনোদন ও উদ্ভাবনের শহর হিসেবে আরো একবার প্রতিষ্ঠিত করবে।

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ