হ্যান্ডশেক বিতর্কে নির্ভার রউফ, বললেন—‘এটা আমার বিষয় নয়’

এশিয়া কাপে সুপার ফোরে উঠতে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচের আগে হ্যান্ডশেক বিতর্ক ও ম্যাচ রেফারি নিয়ে টানাপড়েন তৈরি হলেও সেসব নিয়ে মাথা ঘামাননি দলের পেসার হারিস রউফ।
ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচের পর ‘হ্যান্ডশেক’ বিতর্ক ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড একাধিকবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানালেও আইসিসি তা নাকচ করে দেয়। শেষ পর্যন্ত পাইক্রফট নিজেই পাকিস্তান দলের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামলে নেন।
কিন্তু রউফের কাছে এসব কোনো গুরুত্ব বহন করেনি। তিনি বলেন, ‘আমি কোনো চাপ অনুভব করিনি। এগুলো আমার নিয়ন্ত্রণে নেই। এসব সিদ্ধান্ত বোর্ডের ব্যাপার।
আমার কাজ মাঠে নামা আর খেলায় ফোকাস রাখা। ম্যানেজমেন্ট দারুণভাবে সব সামলেছে।’
এই ম্যাচে একাদশে ফিরে এসে রউফ নিজের ভূমিকা রাখলেও পাকিস্তানের জয়ের নেপথ্যে সবচেয়ে বড় অবদান রাখেন শাহীন শাহ আফ্রিদি। ভারতের কাছে হারের পর দলটির জন্য এটি ছিল প্রয়োজনীয় জয়।
তবু প্রশ্ন থেকে যায়—২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের মতো বিশৃঙ্খলার মধ্য থেকে কি এই পাকিস্তানও একই রকম সাফল্য ছিনিয়ে আনতে পারবে?
সেই প্রসঙ্গে রউফ বলেন, ‘কে খেলবে আর কে খেলবে না, সেটা বলা আমার কাজ নয়—ওটা কোচ আর অধিনায়কের সিদ্ধান্ত। খেলোয়াড় হিসেবে সুযোগ পেলে আমাদের কাজ সেটাকে কাজে লাগানো। ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে আলোচনা করছে। সামনে কয়েকদিন সময় আছে, আমরা নিশ্চয়ই ভালো প্রস্তুতি নেব।’
আগামী ২১ সেপ্টেম্বর সুপার ফোরে ফের মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত।
আগের হারের ক্ষত মুছে এবার কি ঘুরে দাঁড়াতে পারবে সবুজ জার্সিধারীরা—সেটিই এখন বড় প্রশ্ন।