হঠাৎ শ্রীলঙ্কা ‘ভক্ত’ হয়ে গেছে বাংলাদেশিরা, লঙ্কান বোর্ডের স্টোরি

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। মাঠে নামবে দুটি দল, কিন্তু এই ম্যাচের ফলের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ দলের ভাগ্যও। টাইগারদের সুপার ফোরে ওঠা কিংবা টুর্নামেন্ট থেকে বিদায়—সবকিছু নির্ভর করছে আজকের লড়াইয়ে কারা হাসবে শেষ হাসি তার ওপর।
বাংলাদেশ এরই মধ্যে গ্রুপপর্বের সব ম্যাচ খেলে ফেলেছে।
৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুইয়ে। কাজটা তারা অনেকটাই করে রেখেছে, তবে শেষ ভরসা এখন শ্রীলঙ্কার হাতে। সমীকরণটা সহজ—লঙ্কানরা জিতলেই নিশ্চিত হবে টাইগারদের সুপার ফোর। তাই বাংলাদেশের সমর্থকরা যেন হঠাৎ করেই শ্রীলঙ্কার হয়ে গেছেন ‘ডাই হার্ড ফ্যান’।
ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ‘নাগিন ডার্বি’ নামেও পরিচিত এই প্রতিদ্বন্দ্বিতা। মাঠের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই দেশের ভক্তদের বাকযুদ্ধ চোখে পড়ে নিয়মিত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে একেবারেই ভিন্ন চিত্র।
অসংখ্য বাংলাদেশি সমর্থক প্রকাশ্যে শ্রীলঙ্কাকে সমর্থন জানাচ্ছেন। এমনকি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজও ভরে গেছে বাংলাদেশের ভক্তদের শুভকামনায়।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, লঙ্কান বোর্ড নিজেদের স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে কমেন্ট করা প্রায় সবাই বাংলাদেশি। সবার অনুরোধ একই—আজ যেন ভালো খেলে শ্রীলঙ্কা জয় তুলে নেয়।
তবে সমীকরণটা সহজ হলেও চ্যালেঞ্জ কম নয় আফগানিস্তানের জন্য।
দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২, নেট রান রেট +২.১৫০। শ্রীলঙ্কা এখনও অপরাজিত, হাতে আছে এই ম্যাচ। তাদের নেট রান রেট +১.৫৪৬। বাংলাদেশের নেট রান রেট -০.২৭০, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য। হংকংয়ের বিপক্ষে কোনোমতে জয় আর লঙ্কানদের কাছে বড় হারের প্রভাব পড়েছে সেখানে।
আজকের ম্যাচ তাই শুধু শ্রীলঙ্কা বা আফগানিস্তানের নয়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও তাকিয়ে থাকবেন টিভির পর্দায়। টাইগারদের ভাগ্য লিখবে কলম্বোর এই লড়াই।