img

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে নিশ্চিত করেছে পরের রাউন্ড। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে আবারও লড়াইয়ের মঞ্চ তৈরি হলো। আগামী রবিবার, ২১ সেপ্টেম্বর দুই দল সুপার ফোরে মুখোমুখি হবে।

 

এর আগে গ্রুপ পর্বে ভারত সাত উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল। ম্যাচ শেষে হ্যান্ডশেক না করাকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্কও ছড়ায়। ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা প্রতিবাদস্বরূপ ম্যাচ শেষে উপস্থাপনায় যোগ দেননি। এমনকি টসের সময়ও সালমান আঘা ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলানো থেকে বিরত থাকেন।

 

ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং দাবি তোলে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটই টসে দুই অধিনায়কের হাত মেলানোতে বাধা দেন। এ ঘটনায় তাকে সংযুক্ত আরব আমিরাত ম্যাচ থেকে সরানোর আবেদন করে পাকিস্তান।

তবে আইসিসি সে অনুরোধ প্রত্যাখ্যান করে। এমনকি পাকিস্তান দল ম্যাচ বয়কটের কথাও ভেবেছিল।

অবশেষে বুধবার পিসিবি জানায়, পাইক্রফট দুঃখ প্রকাশ করেছেন এবং পরে দায়িত্ব পালন করেন পাকিস্তান-আরব আমিরাত ম্যাচে।

 

এই বিভাগের আরও খবর