img

ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রভিত্তিক খালিস্তানপন্থী সংগঠন সিখস ফর জাস্টিস (এসএফজে) ভ্যাংকুভার ভারতীয় কনস্যুলেট ঘেরাওয়ের হুমকি দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, সংগঠনটি বৃহস্পতিবার কনস্যুলেট দখলের হুমকি দিয়েছে। পাশাপাশি ইন্দো-কানাডীয় নাগরিকদের অনুরোধ করেছে, যারা নিয়মিত কাজে কনস্যুলেটে যেতে চান, তারা যেন অন্য দিন নির্বাচন করেন।

এসএফজে একটি পোস্টার প্রকাশ করেছে যেখানে ভারতের নতুন হাই কমিশনার দিনিশ পট্টনায়কের ছবিতে টার্গেট চিহ্ন দেওয়া হয়েছে।

 

বিবৃতিতে এসএফজে অভিযোগ করেছে, ভারতীয় কনস্যুলেটগুলো খালিস্তানি কর্মীদের ওপর নজরদারি চালাতে গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করছে। বিবৃতিতে বলা হয়, ‘দুই বছর আগে ‘সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে বলেছিলেন, হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ভূমিকা তদন্তাধীন।’

 

তারা আরো অভিযোগ করে, পরিস্থিতি এতোটাই ভয়াবহ হয়ে উঠেছে, নিজ্জারের মৃত্যুর পর খালিস্তান গণভোট আন্দোলনের নেতৃত্ব নেয়া ইন্দরজিত সিং গোসলকে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ  ‘উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম’-এ অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। এসএফজে দাবি করেছে, কনস্যুলেট অবরোধের মাধ্যমে তারা কানাডার মাটিতে ভারতের কথিত গুপ্তচরবৃত্তি ও ভয়ভীতি প্রদর্শনের দায়-দায়িত্ব নিশ্চিত করতে চাইবে।

 

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভ্যানকোভারের ভারতীয় কনস্যুলেট কোনো মন্তব্য করেনি। 

 

চলতি মাসের শুরুতে কানাডা সরকার এক অভ্যন্তরীণ প্রতিবেদনে স্বীকার করেছে, চরমপন্থী খালিস্তানি সংগঠনগুলো কানাডাভিত্তিক ব্যক্তি ও নেটওয়ার্ক থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাব্বর খালসা ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল এসওয়াইএফ।

এ দুটি সংগঠনই কানাডার ফৌজদারি কোড অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এসব উগ্রপন্থী সংগঠন বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট গ্রুপ ও ব্যক্তির মাধ্যমে সক্রিয়, যারা কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে না থেকেও খালিস্তান আন্দোলনকে সমর্থন করছে।

 

সূত্র : এনডিটিভি

এই বিভাগের আরও খবর