মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে শুল্কসংক্রান্ত টানাপড়েন চলাকালীন এই ফোনালাপকে বৈশ্বিক রাজনীতিতে নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মোদির ৭৫তম জন্মদিনে ট্রাম্প শুভেচ্ছা জানান। এর জবাবে মোদিও ট্রাম্পকে ধন্যবাদ জানান।
ফোনালাপে ভারত-মার্কিন সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ওয়াশিংটনের উদ্যোগের প্রতি সমর্থনের কথা তুলে ধরেন মোদি।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি লেখেন, ‘আপনার মতো আমিও ভারত-মার্কিন সম্পর্ক উন্নত করতে এবং বৈশ্বিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আপনার উদ্যোগগুলোকে আমরা সমর্থন করি।’
অন্যদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দুর্দান্ত ফোনালাপ হয়েছে।
তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি দুর্দান্ত কাজ করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন উদ্যোগে ভারতের সমর্থনের জন্য ধন্যবাদ।’
বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপ নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের মধ্যেই এই শুভেচ্ছা বিনিময় হয়েছে।
যুক্তরাষ্ট্র ভারতের ওপর আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।
সম্প্রতি মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সতর্ক করেছেন, নয়াদিল্লি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায়, তবে ভারত তার বাজারে প্রবেশাধিকার হারাতে পারে।
সূত্র : এনডিটিভি