img

ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা স্পিনার সুনিল নারিন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বকালের শীর্ষ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন। তিনি পেছনে ফেলেছেন তারই জাতীয় দলের একসময়ের সতীর্থ ডোয়াইন ব্রাভোকে। 

আজ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিরুদ্ধে ম্যাচে নারিন ফ্যালকন্স অধিনায়ক ইমাদ ওয়াসিমকে লং-অফে ক্যাচ আউট করে তার ১৩০তম সিপিএল উইকেট পূর্ণ করেন। এর আগে ১২৯ উইকেট নিয়ে ব্রাভোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

 

এ ম্যাচে ফ্যালকন্স ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। সাকিব আল হাসান ৯ বলে করেন ২৬ রান। ৩৬ রান খরচায় একটি উইকেট শিকার করেন নারিন। 

জবাবে ট্রিনবাগো নাইট রাইডার্স ১ উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতেই ১৬৭ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

 

পুরান ৫৩ বলে ৯০ এবং হেলস ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

 

সিপিএলের ইতিহাসের সর্বাধিক উইকেটধারীরা
১. সুনিল নারিন – ১৩০ উইকেট
২. ডোয়াইন ব্রাভো – ১২৯ উইকেট
৩. ইমরান তাহির – ১২৫ উইকেট
৪. জেসন হোল্ডার – ১১০ উইকেট
৫. আন্দ্রে রাসেল – ৯৮ উইকেট। 

এই বিভাগের আরও খবর