১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস

একটি আইটি সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার পর প্রায় ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সুইডেনের প্রসিকিউশন কর্তৃপক্ষ।
সুইডিশ গণমাধ্যম জানিয়েছে, এতে শহর ও পৌরসভা কাউন্সিলসহ বেসরকারি কম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্যবস্তু হওয়া মানুষের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।
প্রসিকিউশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান মিলিয়োদাটার ওপর আগস্টের ২৩ থেকে ২৪ তারিখের সাপ্তাহিক ছুটির দিনে হামলা চালানো হয়েছিল।
প্রসিকিউটর সান্দ্রা হেলগাডত্তির বলেন, ‘সিস্টেম সরবরাহকারীর ওপর হামলায় যে তথ্য চুরি করা হয়েছিল তা এখন ফাঁস হয়ে গেছে। এতে ১৫ লাখেরও বেশি ব্যক্তির তথ্য রয়েছে।’ তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
হেলগাডত্তির আরো জানান, ‘ডেটাকেরি’ নামে একটি গ্রুপ এর দায় স্বীকার করেছে এবং তদন্ত মূলত দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করার দিকে গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।’
সুইডিশ গণমাধ্যমের খবরে বলা হয়, হ্যাকাররা ডেটা প্রকাশের হুমকি দিয়ে ১.৫ বিটকয়েন (প্রায় ১ লাখ ৭০ হাজার ডলার) দাবি করেছিল।
মিলিয়োদাটা সপ্তাহান্তে জানিয়েছে, চুরি হওয়া তথ্য ডার্কনেটে প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ফাঁস হওয়া তথ্যে নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
আগস্টের শেষ দিকে সুইডিশ প্রাইভেসি প্রটেকশন কর্তৃপক্ষ জানায়, তারা ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে ২৫০টি অভিযোগ পেয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অন্তত ১৬৪টি পৌরসভা ও চারটি আঞ্চলিক কর্তৃপক্ষ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বজনীন সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছে, বিশেষ করে গথেনবার্গ শহরের কর্মচারীরা এ হ্যাকিংয়ের ফলে প্রভাবিত হয়েছে।
একাধিক বেসরকারি কম্পানির তথ্যও ফাঁস হয়েছে, যার মধ্যে রয়েছে ট্রাক নির্মাতা ভলভো, এয়ারলাইন এসএএস এবং বিমান ইঞ্জিন নির্মাতা জিকেএন এয়ারোস্পেস।