বাংলাদেশ সফরের সূচি ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

আফগানিস্তানের বিপক্ষে আজ আবুধাবিতে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। জিতলে টিকে রবে এশিয়া কাপের শেষ চারে যাওয়ার আশা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের সূচি জানতে পেরেছে বাংলাদেশ।
অক্টোবরে সিরিজে খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ, এটা অবশ্য আগেই ঠিক হয়েছিল।
তবে কবে শুরু হবে তা এত দিন জানা যায়নি। গতকাল বাংলাদেশের বিপক্ষে সিরিজটির সূচি নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবেন শাই হোপরা।
ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজটি শুরু হবে আগামী ১৮ অক্টোবর। বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ অক্টোবর। আর সফর শেষ করবে সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে। তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর।
৩০ অক্টোবর দ্বিতীয়টির বিপরীতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১ নভেম্বর। তবে বাংলাদেশের কোনো ভেন্যুতে হবে এবং কখন ম্যাচ শুরু হবে তা জানানো হয়নি এখনো।
অবশ্য শুধু বাংলাদেশের সূচিই জানায়নি ক্যারিবিয়ানরা, আরো তিন দলের বিপক্ষে কখন কোথায় ম্যাচ হবে সেটিও নিশ্চিত করেছে তারা। বাংলাদেশে আসার আগে যেমন এ মাসের শেষ দিকে নেপালের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে শারজায়। এই সিরিজ শেষে ভারত সফর করবে ওয়েস্ট ইন্ডিজ।
শুবমান গিল-রোহিত শর্মাদের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে।
ভারত থেকেই বাংলাদেশে আসবেন রোস্টন চেস-শামার জোসেফরা। বাংলাদেশ সফর শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে তারা। সেই সফরে ৫ টি-টোয়েন্টি ও সমান তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বলা যায়, এভাবে দেশ ভ্রমণে এ বছর শেষ করবে তারা।