img

টসের সময় সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে সালমান আলি আগাকে মানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। জিম্বাবুয়াইন রেফারির প্রতি এমন অভিযোগ তুলে আইসিসির কাছে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে পিসিবি লিখেছে, এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি পাইক্রফটকে সরাতে হবে।

সেই চিঠির উত্তর দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

 

পিসিবির দাবি নাকি নাকচ করেছে এমন খবরই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, আইসিসির যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছে পিসিবি। পাইক্রফটের অভিযোগের বিষয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, পিসিবির সঙ্গে যোগাযোগ করেছে আইসিসির অপারেশনস অথবা আইনি বিভাগ। গত রবিবার দুবাইয়ে হওয়া ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে এটা পরিষ্কা যে, ম্যাচ রেফারির কোনো ভূমিকা নেই।

 

এর আগে পাইক্রফটের বিষয়ে আইসিসির কাছে অভিযোগ করার বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দেন এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নাকভি। তিনি লিখেছিলেন, ‘আইসিসির কোড অব কন্ডাক্ট এবং এমসিসির স্পিরিট অব ক্রিকেট লঙ্ঘন করায় আইসিসির কাছে ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ করেছে পিসিবি। এশিয়া কাপ থেকে অবিলম্বে ম্যাচ রেফারিকে অপসারণের দাবি জানানো হয়েছে।’

শুধু টসের সময় নয়, ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা।

 

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন দুই অপরাজিত ব্যাটার সূর্যকুমার ও শিবম দুবে। পরে সতীর্থদের সঙ্গে মিশে ড্রেসিংরুমে চলে যান তারা। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেটাররা সৌজন্যতা দেখানোর অপেক্ষায় থাকলে ড্রেসিংরুম থেকে মাঠে নেমে আসেনি ভারতীয় খেলোয়াড়সহ কোচিং স্টাফ। ভারতের এমন অসৌজন্যতার প্রতিবাদে পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের অধিনায়ক সালমান।

 

এই বিভাগের আরও খবর