img

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর বালুওয়াটারে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে রবিবার রাতে বিক্ষোভ ও স্লোগান দেন সুদান গুরুংয়ের নেতৃত্বে একদল তরুণ। তারা নিজেদের জেন-জি আন্দোলনের নেতা দাবি করে বলেন, ‘মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। এ কারণে তারা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগও দাবি করেন।’

বিক্ষোভে গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা আবার রাস্তায় নামলে কেউ আমাদের থামাতে পারবে না।

 

যেখান থেকে বসিয়েছি, সেখান থেকেই তুলে ফেলব।’

 

তিনি অভিযোগ করে বলেন, ‘ওম প্রকাশ আর্যাল এই আইনজীবী নিজেকে গোপনে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন! গত সপ্তাহের বিক্ষোভে আহত ও নিহতদের স্বজনদেরও গুরুং সঙ্গে এনেছিলেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী ওম প্রকাশ আর্যাল স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। এর আগে তিনি অর্থমন্ত্রী হিসেবে রমেশ্বর খানাল ও জ্বালানিমন্ত্রী হিসেবে কুলমান ঘিসিংকে মনোনীত করেছেন।’

 

ওম প্রকাশ আর্যাল সর্বপ্রথম আলোচনায় আসেন যখন তিনি সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করে লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে নিয়োগের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি নেপালে জনস্বার্থে নানা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং কাঠমাণ্ডু মহানগরীর আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সময় রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গে আলোচনা ও শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী রমেশ্বর খানাল নেপালের সাবেক অর্থসচিব।

 

তিনি সম্প্রতি কেপি ওলি সরকারের কাছে ৪৪৭ পৃষ্ঠার একটি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংস্কার সুপারিশ প্রতিবেদন জমা দেন। যেখানে অর্থনীতির দুর্বলতা, সমস্যার কারণ, তাৎক্ষণিক করণীয় এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে।

 

জ্বালানি মন্ত্রী কুলমান ঘিসিং নেপাল ইলেকট্রিসিটি অথরিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তিনি দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নেপালের লোডশেডিং বন্ধের কৃতিত্ব পান। কয়েক মাস আগে অলি সরকার তাকে সরিয়ে হিতেন্দ্র দেব শাক্যকে নিয়োগ করে।

 

সূত্র বলছে, প্রধানমন্ত্রী কার্কি ফোনে তিনজনের সঙ্গে প্রাথমিক আলোচনা করে পরে অফিসে ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে তিনি সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করেছেন। হিমালয়সংলগ্ন দেশটির ইতিহাসে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হয়েছেন সবিতা ব্যানার্জি।

রবিবার সকাল থেকেই প্রধানমন্ত্রী কার্কি তার মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন। সর্বোচ্চ ১১ সদস্য নিয়ে এই মন্ত্রিসভা গঠন করা হবে, যার অর্থ ইতিমধ্যে নিযুক্ত মন্ত্রীদের অতিরিক্ত মন্ত্রণালয় দেওয়া হতে পারে।

উল্লেখ্য, জেন-জি আন্দোলনের চাপে পূর্বসূরি অলি পদত্যাগ করার পর সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পরই প্রতিনিধি সভা ভেঙে দেওয়া হয় এবং আগামী ৫ মার্চের জন্য নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

সূত্র : সেতোপতি

এই বিভাগের আরও খবর


সর্বশেষ