img

জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাত মেলান একে অপরের। সৌজন্যতার প্রকাশ পায় তাতে। কিন্তু গতকাল পাকিস্তানকে হারিয়ে সেই সৌজন্যতা দেখায়নি ভারত। 

এশিয়া কাপের ম্যাচটি শেষ হতেই দ্রুত মাঠে ছাড়েন দুই অপরাজিত ব্যাটার শিবম দুবে ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

 

ড্রেসিংরুমে থাকা অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফরাও পরে মাঠে নামেননি। ভারতের এমন কর্মকাণ্ড হতাশ পাকিস্তান। সূর্যকুমার-হার্দিক পান্ডিয়ারা হাত না মেলানোয় তাদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ, শোয়েব আখতারসহ অনেকে।

 

টসের সময়ও দুই দলের অধিনায়ককে হ্যান্ডশেক করতে দেখা যায়নি।

 

সূর্যকুমার ও সালমান আলি আগার হাত না মেলানোর পেছনে ম্যাচ রেফারির দায় দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি পাকিস্তানের অধিনায়ক সালমানকে জানান, টসের সময় কোনো রকম হাত মেলানো হবে না। আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানের কাছে নাকি এমন অভিযোগ করেই চিঠি পাঠিয়েছে পিসিবি।

 

টসের সময় পাইক্রফট হাত মেলাতে মানা করায় ম্যাচ রেফারির দায়িত্ব থেকে তাকে সরানোর দাবি জানিয়েছে পিসিবি।

আইসিসির কাছে নাকি ইতিমধ্যে অভিযোগও করেছে পাকিস্তান। জিম্বাবুয়ের রেফারি বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ এনে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন মহসিন নাকভি।

 

এসিসি ও পিসিবির সভাপতি নাকভি এক্সে করা পোস্টে লিখেছেন, ‘আইসিসির কোড অব কনডাক্ট এবং এমসিসির স্পিরিট অব ক্রিকেট লঙ্ঘন করায় আইসিসির কাছে ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ করেছে পিসিবি। এশিয়া কাপ থেকে অবিলম্বে ম্যাচ রেফারিকে অপসারণের দাবি জানানো হয়েছে।’ পরে আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘দেশের সম্মান ও মর্যাদার চেয়ে আমার কাছে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ