img

লড়াইটা যেন শেষ হয়ে হইল না শেষ। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ শেষ হলেও বিতর্ক যে থামেনি এখনো। শুরুর আগেও এ ম্যাচ নিয়ে নানা বিতর্ক ছিল।

ম্যাচ বয়কট করতে চাওয়া ভারত শেষের বিতর্কেরও জন্ম দিয়েছে।

 

দুবাইয়ে গতকাল পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে সৌজন্যতা না দেখিয়ে মাঠ ছেড়েছে ভারত। ম্যাচ শেষে যে প্রতিপক্ষের খেলোয়াড়-স্টাফদের সঙ্গে হাত মেলায়নি অধিনায়ক সূর্যকুমার যাদবের দল। এ ঘটনার পর তাই ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল। বিষয়টা নিয়ে খুবই হতাশ পাকিস্তান।

 

পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যায় সূর্যকুমার জানিয়েছেন, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাননি। জয়টাও তাদের উৎসর্গ করেছেন ভারতীয় অধিনায়ক।

হাত না মেলানোর বিষয়ে সুরেশ রায়নার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, ম্যাচটিও তো খেলার কথা ছিল না।

 

সূর্যদের জোর করে খেলানো হয়েছে। স্পোর্টস তাককে এমনি জানিয়েছেন বিশ্বকাপজয়ী ব্যাটার।

 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে সূর্যকুমারদের কাছে জানতে চাওয়া হলে তারা অবশ্যই খেলত না বলে জানান রায়না। তিনি বলেছেন, ‘একটা বিষয়ে নিশ্চিত জানি। যদি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের কাছে জানতে চাওয়া হতো তাহলে তারা এশিয়া কাপ খেলত না।

 

তাদের জোর করে খেলানো হয়েছে। কেননা বিসিসিআই খেলতে রাজি হয়েছে।’

 

পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ খেলায় হতাশ হয়েছেন রায়না। ৩৮ বছর বয়সী সাবেক ব্যাটার বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভারত খেলায় আমি হতাশ হয়েছি। আমি বলতে পারি যে সূর্যকুমারদের ব্যক্তিগত অভিমত জানতে চাওয়া হলে তারা না করত। তাদের কেউই ম্যাচটি খেলতে চাইছিল না।’

এই বিভাগের আরও খবর


সর্বশেষ