img

দেশের বক্সিং জগতের জন্য সুখবর নিয়ে এলো জুলকান ইনডোর অ্যারেনা। এশিয়ার কিংবদন্তি বক্সার আরভিন লালওয়ানির প্রশিক্ষণে আসছে দুই দিনের বিশেষ আয়োজন বক্সিং ট্রেইনিং কোর্স।

বক্সিংয়ে এশিয়ায় কিংবদন্তি নাম আরভিন লালওয়ানি। সিঙ্গাপুরের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন তিনটি ইভেন্টে দেশ সেরা হন।

সেই তিন ইভেন্ট হচ্ছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বক্সিং এবং রেসলিংয়ে। কোচ হিসেবে অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড় তৈরি করেছেন তিনি।

 

বর্তমানে বিশ্ব বক্সিং কাউন্সিলের এশিয়া অ্যাম্বাসাডর আরভিন। সিঙ্গাপুরের জাতীয় বক্সিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তার নেতৃত্বেই বিশ্ব বক্সিং কাউন্সিল (ডব্লিউবিসি) এশিয়া-এনডোর্স বক্সিং ট্রেইনিং কোর্সের আয়োজন করেছে জুলকান ইনডোর অ্যারেনা।

 

দুই দিনের এই প্রশিক্ষণের প্রতিপাদ্য হচ্ছে-যদি আপনি চ্যাম্পিয়নদের বের করতে চান তাহলে আপনাকে অবশ্যই তাদের কাছে শিখতে হবে যারা চ্যাম্পিয়নদের বের করে এনেছে। আগামী ২৬ থেকে ২৭ সেপ্টেম্বর এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায়। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৫০০ টাকা মাত্র।

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ