img

আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের লড়াইটা ছিল তিন পেসারের। সেই লড়াইয়ে অন্যদের পেছনে ফেলে জয়ী হয়েছেন মোহাম্মদ সিরাজ।

এক টেস্টের পারফরম্যান্সে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিরাজ। ভারতীয় পেসারের কাছে হার মেনেছে ম্যাট হেনরি ও জেইডন সিলসের পারফরম্যান্স।

 

পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ওভাল টেস্টে নেমেছিল ভারত। জেমস অ্যান্ডারসন-শচীন টেন্ডুলকার ট্রফি ড্রয়ে শেষ করতে হলে পঞ্চম ও শেষ টেস্ট জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেই ভারতের বোলিং আক্রমণের নেতা জাসপ্রীত বুমরাহ। তাকে বিশ্রাম দেওয়ায় দায়িত্ব বেড়ে যায় সিরাজের।

 

সেই দায়িত্ব দারুণভাবেই পালন করেছেন সিরাজ। হারের দ্বারপ্রান্ত থেকে অবিশ্বাস্য এক স্পেলে ভারতকে ম্যাচ জিতিয়েছেন তিনি। শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য ৩৫ রান প্রয়োজন ছিল। আর ভারতের দরকার ৪ ‍উইকেট।

শেষ চার উইকেটের ৩টি নিয়ে ভারতকে ৬ রানের অবিশ্বাস্য জয় এনে দেন তিনি।

 

দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে সিরিজ ড্রয়ের ম্যাচে ম্যাচসেরার স্বীকৃতি পান সিরাজ। এবার দুর্দান্ত সেই পারফরম্যান্সের জন্যই মাসসেরার পুরস্কার জিতেছেন। ভারতীয় পেসার পুরস্কার জেতার অনুভূতি জানান এভাবে, ‘আইসিসির মাসসেরার পুরস্কার পাওয়া বিশেষ সম্মানের। এই পুরস্কার যেমন আমার তেমনি আমার সতীর্থ ও স্টাফদেরও।

 

কেননা তাদের উৎসাহ এবং বিশ্বাস আমাকে সামনে এগিয়ে নিতে সহায়তা করেছে।’

 

অন্যদিকে মেয়েদের মাসসেরা হয়েছেন ওরলা প্রেনডারজাস্ট। নেদারল্যান্ডসের অলরাউন্ডার আগস্ট মাসে ১৪৪ রানের সঙ্গে ৪ উইকেট নেন। সেরার লড়াইয়ে তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের ব্যাটার মুনীবা আলী ও নেদারল্যান্ডস অলরাউন্ডার আইরিশ জুইলিং।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ