শুধু বাংলাদেশ নয়, ভূমিকম্পে কাঁপল একসঙ্গে ৬ দেশ

বাংলাদেশের বিভিন্ন এলাকায় রবিবার বিকেলে ভূমিকম্প অনুভূত হয়। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার ৬টি দেশে একসঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। রবিবার বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, মিয়ানমার ও চায়না।
ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
এদিকে বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্প হয়েছে, এটা নিশ্চিত।
তবে এর উৎপত্তিস্থল ও বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি। শিগগিরই জানানো হবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পেন মাত্রা ছিল ৫.৫। মাত্রার হিসেবে এটি মৃদু ভূমিকম্প।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম। ভূমিকম্পেন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানা যায়নি।