img

অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা উসমান খাজা তার টেস্ট ক্যারিয়ারের শেষ প্রান্তের দিকে এগোচ্ছেন। ৩৮ বছর বয়সী এই ব্যাটার আগামী অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দলে থাকবেন বলেই আশা করা হচ্ছে। এরপরই অবসরে যেতে পারেন বলে এরইমধ্যে জল্পনা তৈরি হয়েছে। তবে ব্যাট হাতে বিদায় জানালেও ক্রিকেটের সঙ্গ ছাড়ছেন না খাজা।

অবসর-পরবর্তী সময়ে খাজা যুক্ত হচ্ছেন ফক্স ক্রিকেট ধারাভাষ্য দলে। সেখানে তার সহকর্মী থাকবেন অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়াহ, ডেভিড ওয়ার্নার ও ব্রেট লির মতো সাবেক ক্রিকেট কিংবদন্তিরা।

তবে শুধু ক্রিকেট বিশ্লেষণেই নয়, খাজার ভবিষ্যৎ রাজনীতিতেও হতে পারে। রাজনীতিতে পদচারণার ইঙ্গিত দিয়েছেন খাজা।

 

মানবিক ইস্যুতে সরব এই ক্রিকেটার সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি গাজার ফিলিস্তিনি জনগণের দুর্দশা ও ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু হত্যার বিষয়টি তুলে ধরেন।

 

খাজা ইসরায়েলের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞা আরোপ এবং গাজার জন্য মানবিক সহায়তা বৃদ্ধিরও দাবি জানান।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ