রোনালদো জুনিয়রের সঙ্গে খেলে চাপ বেড়েছিল কাই রুনির, জানালেন ওয়েইন রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনি জানিয়েছেন, ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রের সঙ্গে একই দলে খেলার সময় তার ছেলে কাই রুনি বাড়তি চাপের মুখে পড়েছিল।
ইউনাইটেড একাডেমির অন্যতম সেরা প্রতিভা হিসেবে পরিচিত কাই রুনি, রোনালদো জুনিয়রের সতীর্থ ছিল রেড ডেভিলসের বয়সভিত্তিক দলে। তবে ২০২৩ সালে রোনালদো আল-নাসরে যোগ দেওয়ার পর সেই অধ্যায় শেষ হয়। রোনালদো জুনিয়র এখন খেলছেন আল নাসরের বয়স ভিত্তিক দলে।
সম্প্রতি এক পডকাস্টে রুনি জানিয়েছেন, বাবা-মায়ের পরিচয়ই এসব তরুণ খেলোয়াড়দের ওপর চাপ বাড়িয়ে দেয়। রুনি বলেন, ‘ওদের ওপর অবশ্যই বাড়তি চাপ থাকে। কাই, রোনালদোর ছেলে আর মাইকেল ক্যারিকের ছেলে একই দলে খেলত। তখন দেখা গেল স্বাভাবিকের তুলনায় দশগুণ বেশি দর্শক মাঠে হাজির।
তারা আসত মূলত এই তিনজনকে দেখতে। ফলে ওদের মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত থাকতে হতো।’
এই গ্রীষ্মে কাই রুনি ও জেসি ক্যারিক খেলেছে ইউনাইটেডের অনূর্ধ্ব-১৬ দলে। তবে অসাধারণ সম্ভাবনা দেখে মাত্র ১৫ বছর বয়সেই কাইকে উন্নীত করা হয়েছে অনূর্ধ্ব-১৮ দলে।
অন্যদিকে, রোনালদো জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবং দলকে শিরোপা জেতাতে সাহায্য করেছে। তার স্বপ্ন একদিন বাবার সঙ্গে একই দলে খেলার। রোনালদো সিনিয়র বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ।